নিউজজি ডেস্ক ৬ মার্চ , ২০২১, ১৯:৩১:৪২
ছবি: ইন্টারনেট
ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়োগ করা এক কর্মীকে বহিষ্কার করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বাইডেন ওই নারী কর্মীকে বহিষ্কার করেন। শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর প্রকাশ করে।
মেয়াদ শেষ না হওয়ার কারণ দেখিয়ে শ্যারন গুস্তাফসন নামের ওই কর্মী পদত্যাগে রাজি হচ্ছিলেন না। এ বিষয়ে হোয়াইট হাউজকে একটি চিঠি লিখে জানান তিনি। শ্যারনের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত ছিলো।
ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের মহাপরামর্শকের দায়িত্বে ছিলেন শ্যারন। পদত্যাগের বিষয়ে তাকে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়। ইকুয়াল এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের কমিশনার আন্দ্রেয়া লুকাস বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করেন।
নিউজজি/আইএইচ