শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

বিদেশ

টিকার তৃতীয় ডোজ দিতে যাচ্ছে ব্রিটেন

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২১, ১৭:৫৬:০২

262
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ব্রিটেন মহামারী করোনা ভাইরাস নির্মূলে এবার টিকার তৃতীয় ডোজ দিতে যাচ্ছে। আসছে বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে যুক্তরাজ্য জুড়ে ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে। সম্প্রতি দেশটির এক সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি।

করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে সে রকম টিকা তৈরির প্রস্তুতি চলছে। ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না- প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।

মঙ্গলবার ব্রিটেন সরকারের দেওয়া তথ্য বলছে, সে দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৪৬ লাখের বেশি লোককে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকেই দ্বিতীয় ডোজও পেয়েছেন। এর মধ্যেই ৫০-এর বেশি বয়সীদের জন্য তৃতীয় ডোজেরও চিন্তা শুরু করলো ব্রিটেন।

ব্রিটেনের জনসংখ্যা প্রায় ৬ কোটি ৭০ লাখ।

উল্লেখ্য, এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম টিকার তৃতীয় ডোজ আসতে যাচ্ছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন