বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ , ২৭ রমজান ১৪৪৬

বিদেশ

ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন অব্যাহত

নিউজজি ডেস্ক ২৫ ফেব্রুয়ারি , ২০২৪, ১৯:১২:০৪

230
  • ইউক্রেনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন অব্যাহত

ঢাকা: যুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে ইউক্রেনকে সমর্থন জানাতে কিয়েভ সফর করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ডি ক্রু ও ইউরোপীয় ইউনিয়ন এর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। এসময় এসব নেতা প্রতিশ্রুতি দেন, যতদিন প্রয়োজন কিয়েভে সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে তাদের দেশ। এছাড়া, রাশিয়ার হামলার দুই বছর পূর্তিতে ইউক্রেন সফর করেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনও।

এদিকে, এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ। যুদ্ধে জয়ী হতে ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সহায়তার প্রয়োজন উল্লেখ করে কিয়েভকে আরও বেশি সহায়তা দেবার আশ্বাস দিয়েছেন তিনি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের দুই বছর পূর্ণ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা সহায়তায় টান পড়ায় যুদ্ধক্ষেত্রে পিছিয়ে পড়েছে ইউক্রেন। তবে পরিস্থিতি যাই হোক, যুদ্ধে শেষ পর্যন্ত ইউক্রেনই জিতবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন