রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

বিদেশ

মস্তিষ্কের সংকেত পড়বে মেটার নতুন ডিভাইস

নিউজজি ডেস্ক ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০১:০১:০৪

208
  • মস্তিষ্কের সংকেত পড়বে মেটার নতুন ডিভাইস

ঢাকা: এ বছর জানুয়ারিতে মার্কিন ধনকুবের ইলন মাস্কের কোম্পানি নিউরালিংক পরীক্ষামূলকভাবে মানব মস্তিস্কে চিপ বসিয়েছিল। যে চিপ মানুষের মস্তিষ্কের সংকেত ধরতে পারে। এর সাহায্যে হাতের কোন স্পর্শ ছাড়াই শুধু চিন্তার মাধ্যমে কম্পিউটারের মাউস নাড়ানো সম্ভব হয়েছিলো। 

এবার একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানালেন প্রযুক্তি জায়ান্ট মেটার সিইও মার্ক জাকারবার্গ। তার কোম্পানি পরিধানযোগ্য এমন ডিভাইস নিয়ে কাজ করছে যা মস্তিষ্কের সংকেত ধরতে পারে। 

সম্প্রতি মনিং ব্রিউ ডেউলি পডকাস্টে এ নিয়ে কথা বলেছেন মার্ক জাকারবার্গ। তিনি জানান, মেটা হাতে পরা যায় একটি ডিভাইস নিয়ে কাজ করছে। যা হাতের গতিবিধি বিশ্লেষণ করে মস্তিস্কের সংকেত ধরতে পারে। 

আগামী কয়েক বছরের মধ্যেই এ ধরনের ডিভাইস বাজারে দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই ধরনের ডিভাইস দিয়ে শুধু চিন্তার মাধ্যমে যে কেউ লিখতে পারবে।

তিনি আরও বলেন, মানুষের অঙ্গভঙ্গি অনেকটাই অনিশ্চিত। আর ক্যামেরার মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ করা বেশ জটিল। এতে ভুল হওয়ার আশঙ্কা থাকে। তবে মস্তিষ্কের সংকেত ধরা গেলো সেটাকে নিখুঁত করা সম্ভব। এই ধরনের ডিভাইসের মাধ্যমে দৃষ্টিশক্তি, মোটর ফাংশন ও বাকশক্তি হারানো রোগীদের সক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব বলেও দাবি করেন মেটার প্রতিষ্ঠাতা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন