বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

বিদেশ

পানির নিচে তলিয়ে যাওয়া মন্দিরে পূজা করলেন মোদি

নিউজজি ডেস্ক ২৬ ফেব্রুয়ারি , ২০২৪, ০৮:২৫:৪৭

132
  • পানির নিচে তলিয়ে যাওয়া মন্দিরে পূজা করলেন মোদি

ঢাকা: আরব সাগরের নিচে নিমজ্জিত এক মন্দিরে রীতিমত স্কুবা ডাইভের আদলে পৌঁছে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের ওয়ালে সেই ভিডিও ও ছবি শেয়ার করেছেন তিনি।

সেখানে প্রার্থনাও করেন মোদি। ধারণা করা হয় পানির নিচে শুধু মন্দিরটিই নয়, রয়েছে পুরো একটা শহর। যার নাম দ্বারকা। পৃথিবীর অনেক উন্নত সভ্যতা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মাটি কিংবা পানির নিচে তলিয়ে গেছে। দ্বারকা সেরকমই এক শহর।

নরেন্দ্র মোদি সেখানে যাওয়ার সময় ময়ুরের কয়েকটি পালক নিয়ে যান। দ্বারকা শহর ও কৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) শেয়ার করেছেন এই অভিযানের কিছু ছবি। আর সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, দ্বারকা সিটিতে পূজা, যেটি পানির নিচে নিমজ্জিত রয়েছে। এটি অসাধারণ একটি অভিজ্ঞতা ছিল আমার কাছে। প্রাচীন আধ্যাত্মিক মহিমার সাথে নিজেকে সংযুক্ত মনে হয়েছে কিছুক্ষণ। শ্রী কৃষ্ণ আমাদের সবার মঙ্গল করুক।

ছবি প্রকাশের কয়েক ঘন্টা পর তিনি একটি ভিডিও প্রকাশ করেন। আর সেখানে লিখেন, পানির নিচে দ্বারকা দর্শন, মনে হয়েছে আধ্যাত্মিক এবং ইতিহাস একত্রিত হয়েছে। যেখানে প্রত্যেকটি মুহূর্তে শ্রী কৃষ্ণের অনন্ত উপস্থিতির ঐশ্বরিক সুর ছিল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন