রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

বিদেশ

জলে তলিয়ে আছে দুবাই

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৪, ১০:৪৪:৩৯

71
  • জলে তলিয়ে আছে দুবাই

ঢাকা: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখনও বিপর্যস্ত উপসাগরীয় বেশ কয়েকটি দেশ। ঝড় ও ভারী বর্ষণে তলিয়ে আছে দুবাই। দুবাইয়ের এই বন্যা পরিস্থিতি ছড়িয়ে পড়েছে পুরো সংযুক্ত আরব আমিরাত এবং প্রতিবেশী বাহরাইনে। বুধবার (১৭ এপ্রিল) এমনটা জানিয়েছে দুবাই ভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।

ফ্লাইট শিডিউল নিয়ে বিপর্যস্ত বিশ্বের ব্যস্ততম দুবাই বিমানবন্দর। বাতিল হয়েছে প্রায় ৩শ’ ফ্লাইট ওঠানামা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টি, তীব্র বাতাস ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তরাঞ্চলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত মঙ্গলবার ৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় দেশটিতে। ২৪ ঘণ্টারও কম সময়ে রেকর্ড করা হয় ২৫৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি। প্রতিবেশী ওমানে বৃষ্টি-বন্যার প্রভাবে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। পানিবন্দি হাজারও মানুষ। সৌদি আরব ও বাহরাইনেও তলিয়ে আছে রাস্তাঘাট।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন