মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিদেশ

‘আমরা শতভাগ প্রস্তুত’, শক্তি প্রদর্শন ইরানের

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৪, ১০:৫৬:০৭

126
  • ‘আমরা শতভাগ প্রস্তুত’, শক্তি প্রদর্শন ইরানের

ঢাকা: ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই সামরিক শক্তিমত্তা প্রদর্শন করলো ইরান। বুধবার (১৭ এপ্রিল) জাতীয় ‘সেনা দিবস’ উপলক্ষ্যে রাজধানী তেহরানে ছিল প্যারেড। বুধবার (১৭ এপ্রিল) এমনটা জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রদর্শন করা হয় অত্যাধুনিক সমরাস্ত্র। এবার নিরাপত্তার কড়াকড়ি ছিলো ভেন্যুর চারপাশে। ক্যামেরা ক্রু থেকে শুরু করে অংশগ্রহণকারীদের সংখ্যাও ছিলো সীমিত। করা হয়নি লাইভ ব্রডকাস্ট। প্যারেড পরিদর্শন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। উপস্থিত ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা।

সেনা দিবসের আয়োজনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট দাবি করেন, কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে তেল আবিবের গোয়েন্দা, নিরাপত্তা ও সামরিক বিভাগ। ইসরায়েলে ব্যাপক নয়, সীমিত হামলা চালিয়েছে ইরান, জানান এমনটাও।

আইএসএনএ সংবাদ সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইরানের বিমান বাহিনীর কমান্ডার হামিদ ভাহেদি বলেছেন, আমরা আকাশপথে শতভাগ প্রস্তুত আছি। ইরানের শত্রুদের ‘কৌশলগত ভুল’ করার ক্ষেত্রেও সতর্ক করেন তিনি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন