শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৬ জিলহজ ১৪৪৬

বিদেশ

মক্কায় ভাইরাল শিশু হজযাত্রীর মৃত্যু

নিউজজি ডেস্ক ১৩ জুন , ২০২৪, ১৩:৫০:০৪

237
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের মক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ইয়াহিয়া মোহাম্মদ রমদান নামের এক শিশুর। যার এবার বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করার কথা ছিল। সৌদিতে এবার যেসব হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী। খবর গালফ নিউজ

ইয়াহিয়া মিসরের নাগরিক। তাদের বাড়ি দেশটির কাফর আল শেখ প্রদেশে। তবে কাজের সুবাদে তার বাবা সৌদিতে থাকতেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কয়েকদিন আগে ইয়াহিয়ার একটি ছবি প্রকাশ করে তার মা। এতে দেখা যায় সে পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে আছে। ছবি তোলার সময় সে অন্যদিকে তাকিয়ে হাসছিল। তার এমন নির্মল হাসি মন কেড়েছিল হাজার হাজার মানুষের। এই ছবিটি পরবর্তীতে ভাইরাল হয়।

গালফ নিউজ জানিয়েছে, অনলাইনে ছবিগুলো প্রকাশের পরই মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়। মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতেই সমাহিত করা হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে।

গালফ টুডে নামের একটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, ইয়াহিয়ার পরিবার জানিয়েছে, ইয়াহিয়ার পরিবার যখন হজের আচার অনুষ্ঠান পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয়। কারণ সেখানে যে গরম ছিল তা সে সহ্য করতে পারেনি। সূত্র: গালফ নিউজ, গালফ টুডে

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন