শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

বিদেশ

ইরানে ভূমিকম্পে নিহত ৪, আহত শতাধিক

নিউজজি ডেস্ক ১৮ জুন , ২০২৪, ২১:৫৮:০০

155
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত চারজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইরানের স্থানীয় সময় দুপুর ১টা ২৪ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে ইরানের কাশমার শহর কেঁপে ওঠে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে চারজন নিহত ও ১২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পে ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইরানে সবচেয়ে বড় প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯০ সালে। ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির ৪০ হাজারের বেশি মানুষ নিহত ও আরও ৩ লাখের বেশি আহত হন। এছাড়া এই ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছিলেন দেশটির আরও পাঁচ লাখ মানুষ।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন