মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৬

বিদেশ

হিজবুল্লাহর ড্রোন হামলায় তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট

নিউজজি ডেস্ক ১২ অক্টোবর , ২০২৪, ১৮:৫৭:৩৪

52
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো। শনিবার (১২ অক্টোবর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন তেলআবিবে আঘাত হানায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

এদিকে ইসরাইলি এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন তেলআবিবের একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন তেলআবিবের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এর মধ্যে একটি ড্রোন উত্তর তেলআবিবের হার্জলিয়া এলাকায় একটি ভবনকে আঘাত করেছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের দখলকৃত এলাকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে ১০০টি রকেট দখলকৃত ফিলিস্তিনি ভূমির দিকে ছোড়া হয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনাও ঘটেছে।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন