রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

বিদেশ

ইরানের নার্গিস মোহাম্মদীর নিঃশর্ত মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের

নিউজজি ডেস্ক ৬ ডিসেম্বর , ২০২৪, ১৫:৫০:০৬

62
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে নিঃশর্ত মুক্তিদানের আহ্বান জানিয়েছে। তিনি চিকিৎসার জন্য মুক্তি পেলেও ওয়াশিংটন বলেছে, তাকে কারাবন্দি রাখা কোনোভাবেই উচিত হয়নি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, তার শারিরীক অবস্থা এখনও গভীরভাবে উদ্বেগজনক। এমন পরিস্থিতিতে তাকে আটকে রাখা একেবারেই ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘নার্গিসের স্বাস্থ্যের অবনতি ইরানি শাসকদের নির্যাতনের সাক্ষ্য দেয়। আমরা আবারো নার্গিস এবং অন্যান্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানাই।’ 

৫২ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২১ সালের নভেম্বর থেকে ইরানে কারারুদ্ধ রয়েছেন। ইরানি নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব এবং মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। -বাসস।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন