রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

বিদেশ

প্রতিশোধ নয়, নতুন সিরিয়া গড়ার আহ্বান জোলানির

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ১২:০৯:৪৬

62
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: কারো বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে একটি নতুন সিরিয়া গড়ার আহ্বান জানিয়েছেন দামেস্ক দখলকারী প্রধান বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী হায়াত তাহরির আল শামের (এইচটিএস) নেতা আবু মোহাম্মদ আল জোলানি।

রাজধানী দখলের কয়েক ঘণ্টা পর গত রোববার ঐতিহাসিক উমাইয়া মসজিদে বিজয় ভাষণে তিনি এ আহ্বান জানান। খবর বিবিসি, রয়টার্স, এএফপি, আলজাজিরার।

এদিকে নির্বাচনের আগে ১৮ মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসনব্যবস্থার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর আন্তর্জাতিক শাখার নেতা হাদি আল বাহরা।

এইচটিএস নেতা আল জোলানি বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের অপসারণের পর সিরিয়ার জনগণই এ দেশের বৈধ মালিক এবং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচিত হয়েছে।

ইসলামি ইতিহাসে দামেস্কের উমাইয়া মসজিদ বেশ গুরুত্বপূর্ণ। ইসলামি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কেয়ামতের আগে ঈসা (আ.) দামেস্কের এই উমাইয়া মসজিদেই অবতরণ করবেন।

সেই মসজিদে দেওয়া ভাষণে আল জোলানি বা আহমেদ আল শারা বলেন, আমার ভাইয়েরা, এ মহান বিজয়ের পর পুরো অঞ্চলে এক নতুন ইতিহাস লেখা হচ্ছে।একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, নতুন সিরিয়া গড়তে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে।

তিনি সবাইকে এ বিজয়ের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ আপনাদের ব্যর্থ হতে দেবেন না। এ বিজয় সব সিরিয়ানের, তারা সবাই এ বিজয়ের অংশ।

আল জোলানি ইরান সরকার এবং সিরিয়ায় তাদের ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, এখন আর ইরানের মতো বহিরাগত শক্তির দ্বারা প্রভাবিত সরকার থাকবে না।

এদিকে বাশার সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন, দামেস্কের বেশির ভাগ মন্ত্রিপরিষদ সদস্যই এখনো দাপ্তরিক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।

স্কাই নিউজ অ্যারাবিয়া টিভিকে তিনি সোমবার বলেন, অন্তর্বর্তী সরকারের সময় যাতে দ্রুত এবং সাবলীল হয়, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তিনি বলেন, দেশের নিরাপত্তা পরিস্থিতি আগের দিনের তুলনায় এখন বেশ অগ্রগতি হয়েছে।

বাশার আল আসাদ এবং তার পরিবারকে রাশিয়ায় মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে বলে ক্রেমলিনের একটি সূত্র রুশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

১৮ মাসের অন্তর্বর্তী শাসনের আহ্বান

সিরিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ, নিরপেক্ষ ও শান্ত পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। আর এজন্য নির্বাচনের আগে ১৮ মাস পর্যন্ত অন্তর্বর্তী শাসনব্যবস্থার আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীর আন্তর্জাতিক শাখার নেতা হাদি আল বাহরা।

রোববার দোহা ফোরামের সাইডলাইনে রয়টার্সকে তিনি এ কথা বলেন। সিরিয়ার জাতীয় জোটের প্রেসিডেন্ট আল বাহরা বলেন, সিরিয়ায় ছয় মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ন করতে হবে, যার ভিত্তিতে প্রথম নির্বাচনটি হবে গণভোট।

আইএস-এর ৭৫ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা : সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৭৫টি ঘাঁটিতে রোববার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আইএস-এর শীর্ষ নেতা, সহযোগী এবং বিভিন্ন ক্যাম্প লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বি-৫২, এফ-১৫ এবং এ-১০-সহ একাধিক মার্কিন বিমান ৭৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন