বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ , ২৬ রমজান ১৪৪৬

বিদেশ

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যাকাণ্ডের সন্দেহভাজন গ্রেফতার

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ১৮:১১:৪৯

74
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসন হত্যার ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিউ ইয়র্ক প্রসিকিউটররা। নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআইয়ের যৌথ অভিযান সোমবার (৯ ডিসেম্বর) পেনসিলভিনিয়ার অ্যাল্টুনায় ওই ব্যক্তির গ্রেফতারের মাধ্যমে শেষ হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আটককৃত ব্যক্তি হচ্ছেন ২৬ বছর বয়সী লুইজি ম্যানজিওন। তাকে ম্যাকডোনাল্ডসের একটি আউটলেটে একা বসে থাকতে দেখে সেখানকার একজন গ্রাহক ও কর্মচারী পুলিশে খবর দেন। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যানজিওনকে জিজ্ঞাসা করা হয় তিনি সম্প্রতি নিউ ইয়র্কে ছিলেন কিনা। এতে স্পষ্টতই তিনি ঘাবড়ে যান ও চুপ থাকেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ স্টেশনে তার ব্যাকপ্যাক তল্লাশি করে একটি কালো ঘোস্ট গান পাওয়া যায়। এগুলো হচ্ছে এমন ধরনের অস্ত্র যা ভিন্ন ভিন্ন বন্দুকের অংশ জুড়ে তৈরি করা হয়, ফলে উৎস অনুসন্ধান করা সম্ভব হয় না। এছাড়া বন্দুকের সঙ্গে একটি সাইলেন্সার এবং গুলি ভর্তি ম্যাগাজিনও পাওয়া যায়। তার কাছে থাকা পোশাক ও মাস্ক হত্যাকাণ্ডে ব্যবহৃত পোশাকের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সোমবার রাতে ম্যানজিওনকে অ্যাল্টুনার ব্লেয়ার কাউন্টি আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও জালিয়াতির অভিযোগ উত্থাপন করা হয়। নিউইয়র্ক প্রসিকিউটররা তার বিরুদ্ধে হত্যাসহ চারটি আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অভিযোগ এনেছেন।

পেনসিলভানিয়ার প্রসিকিউটররা জানান, ম্যানজিওনের কাছে ভুয়া পরিচয়পত্র ও বড় অঙ্কের নগদ অর্থ ছিল। তাকে জামিন না দিয়ে আটক রাখা হয়। পুলিশ সন্দেহ করছে তিনি পালানোর পরিকল্পনা করছিলেন।

ম্যানজিওন মেরিল্যান্ডের বাসিন্দা। তিনি ২০১৬ সালে বাল্টিমোরের একটি প্রাইভেট স্কুল থেকে পাস করেন। পরে ২০২০ সালে ইউনিভার্সিটি অফ পেনসিলভিনিয়া থেকে প্রকৌশলে দ্বৈত ডিগ্রি অর্জন করেন। তার সর্বশেষ ঠিকানা হাওয়াইয়ের হনোলুলুতে ছিল।

পুলিশ জানিয়েছে, ম্যানজিওনের কাছে পাওয়া হাতে লেখা একটি চিঠি থেকে তার উদ্দেশ্য ও মানসিক অবস্থার ধারণা পাওয়া যায়। এ লেখায় কর্পোরেট আমেরিকার প্রতি তার বিদ্বেষ প্রকাশ পায়। তবে নির্দিষ্ট কোনও লক্ষ্যবস্তু উল্লেখ করা হয়নি।

৫০ বছর বয়সী জেফ থম্পসন বুধবার ভোরে ম্যানহাটনের একটি হোটেলের বাইরে গুলিবিদ্ধ হন। ভিডিও ফুটেজে দেখা যায়, হত্যাকারী ঘটনাস্থল থেকে বাইকে করে সেন্ট্রাল পার্কে প্রবেশ করেন এবং সেখান থেকে একটি ট্যাক্সি নিয়ে বাস স্টেশনে যান। পুলিশ ধারণা করছে, তিনি একটি বাস ব্যবহার করে নিউ ইয়র্ক ত্যাগ করেন।

পুলিশ এখন তদন্ত করছে ম্যানজিওনের কোনো সহযোগী ছিল কিনা ও তিনি আরও কোনও হামলার পরিকল্পনা করেছিলেন কিনা। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ ও উদ্ধারকৃত ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন