রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

বিদেশ

ক্রিসমাস গিফটের থেকে ২ মিলিয়নের মাদক আটক

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ১৮:৪৮:০১

66
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ছদ্মবেশে মাদক পাচারের চেষ্টা করার সময় নিউজিল্যান্ডের অকল্যান্ড বিমানবন্দরে একজন কানাডিয়ান মহিলাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ক্রিসমাস গিফটের ব্যাগ থেকে প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলারের মাদক আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ড কাস্টমস কর্মকর্তারা বলেছেন যে স্থানীয় সময় রোববার (৮ ডিসেম্বর) কানাডার ভ্যাঙ্কুভারের থেকে একটি ফ্লাইটে অকল্যান্ড বিমানবন্দরে পৌঁছানোর সময় অভিযুক্ত নারীর বহন করা লাগেজের ভেতর ক্রিসমাস গিফটে ১০.২ কিলোগ্রাম মেথামফেটামিন ড্রাগ পাওয়া যায়। ১০ কিলোগ্রাম মেথামফেটামিন ড্রাগের মূল্য প্রায় ২ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার।

তবে, ঠিক কি কারণে এতো পরিমাণ মাদক অভিযুক্ত সেই নারী বহন করে নিয়ে এসেছেন, সে ব্যাপারে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন