রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

বিদেশ

জর্জিয়ার রুশপন্থি প্রেসিডেন্ট মনোনীত করলো ক্ষমতাসীন দল

নিউজজি ডেস্ক ১৪ ডিসেম্বর , ২০২৪, ১৭:৪২:৪৯

85
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: জর্জিয়ার রুশপন্থি ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম কট্টর ডানপন্থি এক সমর্থককে দেশটির প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিতে চলেছে। শনিবারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশে সাংবিধানিক সংকট আরও গভীর হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

অক্টোবরে অনুষ্ঠিত বিতর্কিত পার্লামেন্টারি নির্বাচনের পর থেকেই দেশটি উত্তাল হয়ে রয়েছে। জর্জিয়ান ড্রিম পার্টির জয় ও গত মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ নিয়ে আলোচনা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে জনমনে ক্ষোভের জন্ম দিয়েছে। কয়েকসপ্তাহ ধরেই দেশটিতে ইইউ পন্থিদের ব্যাপক বিক্ষোভ চলছে।

শনিবারের নির্বাচনি প্রক্রিয়াকে অবৈধ বলে অভিহিত করেছে বিরোধী দল। বর্তমান প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলিকে একমাত্র বৈধ নেতা বলে দাবি করেছে তারা। পশ্চিমাপন্থি জুরাবিশভিলির সঙ্গে ক্ষমতাসীনদের দ্বন্দ্ব রয়েছে। তিনি নতুন পার্লামেন্টারি নির্বাচনের দাবি জানিয়েছেন। এতে সাংবিধানিক সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার সকাল থেকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হতে শুরু করেন। ওই এলাকা পুলিশ ঘিরে রাখে। তিবিলিসির অন্তত ডজনখানেক স্থানে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে।

প্রতিবেদনে জানিয়েছেন, বিক্ষোভকারীরা শীতের সকালে চা ভাগাভাগি করে করে নিচ্ছিলেন। অথচ কাছেই পুলিশের জলকামান তাদের জন্য তৈরি রাখা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে জুরাবিশভিলি লিখেছেন, জর্জিয়া তার রসবোধ কখনও হারায় না। এক ফুটবলারকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে মানুষ তা উদ্‌যাপন করছে।

তুষারের মধ্যে বিক্ষোভকারীদের ফুটবল খেলার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। প্রতিপক্ষ কাভেলাশভিলিকে কটাক্ষ করেই এই কাজ করা হয় বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

৪০ বছর বয়সী একজন বিক্ষোভকারী নাটিয়া আপখাজাভা বলেছেন, ইউরোপের ভবিষ্যৎ রক্ষার জন্য এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের নির্বাচনে কারচুপি হয়েছে। তাই নতুন নির্বাচন প্রয়োজন। আমরা এখানে ১৬ দিন ধরে প্রতিবাদ করছি। আমাদের ইউরোপীয় ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাব।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন