শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

বিদেশ

পুতিনের সঙ্গে ‘খুব দ্রুতই’ সাক্ষাৎ করবেন ট্রাম্প

নিউজজি ডেস্ক ১৪ জানুয়ারি , ২০২৫, ১৮:৫৮:৩১

55
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব দ্রুতই দেখা করার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরই তিনি এই সাক্ষাৎ পর্ব সারবেন বলে জানিয়েছেন।

গত সোমবার নিজেই এ কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে, কবে নাগাদ পুতিনের সঙ্গে দেখা করবেন সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি ট্রাম্প।

ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করবেন।

রাশিয়ার আক্রমণে একের পর এক গুরুত্বপূর্ণ শহর হারাচ্ছে দেশটি। এ অবস্থায় যুদ্ধ অবসানে ট্রাম্পের কৌশল জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি পুতিনের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, ‘আমি জানি তিনিও (পুতিন) দেখা করতে চান এবং আমি খুব তাড়াতাড়ি দেখা করতে যাচ্ছি। আমি এই সাক্ষাৎ তাড়াতাড়ি করে ফেলতাম কিন্তু... এর জন্য তো (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব নিতে হবে। কিছু কাজ করতে হলে আপনাকে সেখানে থাকতে হবে। ’

এই বৈঠক হলে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের মধ্যে প্রথম বৈঠক হবে। অন্যদিকে ট্রাম্প  প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যুদ্ধক্ষেত্রে অনেকটা বেকায়দায় রয়েছে ইউক্রেন।

প্রসঙ্গত, আমেরিকার ৪৭ম প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা ও প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন