শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

বিদেশ

জাপানের ডাক বিভাগ এপ্রিল থেকে জ্যান্ত সরীসৃপ পরিবহন করবে না

নিউজজি ডেস্ক ২২ জানুয়ারি , ২০২৫, ১৫:২৪:১০

46
  • ছবি: ইন্টারনেট

ঢাকা:  জাপানের ডাক বিভাগের একজন মুখপাত্র বুধবার জানিয়েছেন, প্রাণী কল্যাণের স্বার্থে এপ্রিল মাস থেকে ডাক বিভাগ জীবিত সরীসৃপ সরবরাহ করবে না। টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

জাতীয় ডাক পরিষেবার মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, গ্রাহকরা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রাণী অধিকার কর্মীরা অনলাইনে পরিষেবাটির সমালোচনা করেছেন।

মুখপাত্র বলেন, সরকারের সাথে পরামর্শ করার পর আমরা বুঝতে পেরেছি, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং খাবার পাওয়া যায় না, এমন পরিবেশে প্রাণী পাঠানো নির্যাতনের শামিল হতে পারে।

মুখপাত্র আরো বলেন, আগামী এপ্রিল থেকে জাপানের ডাক বিভাগ কোন পার্সেল বা অন্যান্য ডাক পরিষেবার মাধ্যমে সরীসৃপ পরিবহন বা সরবরাহ করবে না। অনেক আগে থেকেই স্তন্যপায়ী প্রাণী বা পাখি ডাকযোগে পাঠানোর অনুমতি দেয় না জাপনের ডাক বিভাগ। -বাসস

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন