শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ , ৯ শাবান ১৪৪৬

বিদেশ

ট্রাম্প ডব্লিউএইচওতে আবার যোগ দেওয়া নিয়ে ভাবছেন

নিউজজি ডেস্ক ২৬ জানুয়ারি , ২০২৫, ১১:৪৫:০৯

42
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে যোগদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ২য় মেয়াদে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সেই কারণে অনেকটা চাপে পড়ে এই সিদ্ধান্তের কথা বলেন তিনি।

কোভিড-১৯ মহামারী এবং বৈশ্বিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ভুল ব্যবস্থানার অভিযোগ এনে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নেয়ার পক্ষে যুক্তি দেন ট্রাম্প। তবে তিনি এখন বলছেন, ডব্লিউএইচও-এর সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করবেন।

লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেন, হয়তো আমরা পুনরায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাববো। ২০২৬ সালের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ডব্লিউএইচও ত্যাগ করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেই এমন ঘোষণা দেন ট্রাম্প।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন