সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

বিদেশ

ট্রাম্পের প্রাতঃরাশ অনুষ্ঠানে যোগ দিলেন বিলাওয়াল

নিউজজি ডেস্ক ৬ ফেব্রুয়ারি , ২০২৫, ১৬:০৩:৩৩

80
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রাতঃরাশ অনুষ্ঠান ‘ন্যাশনাল প্রেয়ার সিরিমনি’তে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টায় রাজধানী ওয়াশিংটনে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয় এই অনুষ্ঠান এবং স্থায়ী হয় বেলা ২ টা পর্যন্ত।

এদিকে বিলাওয়াল যখন ওয়াশিংটনে, সে সময় তার বাবা এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি বেইজিংয়ে। সরকারিভবন গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন জারদারি। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের প্রথম মিত্র চীন। তারপর বাকিরা।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতাগ্রহণের ১০০ দিনের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানে প্রাতঃরাশ এবং নৈশভোজ দেন। চলতি সপ্তাহে এমন বেশ কিছু ভোজ অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে বিলাওয়াল এই প্রথম ট্রাম্পের নিমন্ত্রণ পেয়েছেন।

এর আগে গত ২৪ জানুয়ারি করাচিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিলাওয়াল জানিয়েছিলেন, ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার প্রাতঃরাশ অনুষ্ঠানের নিমন্ত্রণ তিনি পেয়েছেন এবং সে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

বিলাওয়াল আরও বলেছিলেন, এই নিমন্ত্রণের সঙ্গে পাকিস্তানের সরকারের কোনো সম্পর্ক নেই এবং ওয়াশিংটনে যাতায়াত ব্যয়ের পুরোটাই ব্যক্তিগতভাবে নির্বাহ করবেন তিনি।

সূত্র : জিও নিউজ

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন