মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

বিদেশ

মেয়র এরিক অ্যাডামসের পদত্যাগের দাবি নিউইয়র্ক সিটি কাউন্সিলের

নিউজজি ডেস্ক ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১৪:৩৭:০০

63
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: মার্কিন বিচার বিভাগ নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা খারিজ করার কয়েকদিন পর সোমবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রধান মেয়রের পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেপ্টেম্বরে জালিয়াতি ও ঘুষের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করা অ্যাডামস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর অভিবাসন এজেন্ডা বাস্তবায়নের বিনিময়ে মামলাটি প্রত্যাহারের দাবি করেছিলেন বলে অভিযোগ অস্বীকার করেছেন।

ডেমোক্র্যাটিক মেয়র বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে রয়েছেন। তার নিজের দলেরই কিছু সদস্য ট্রাম্পের সাথে সহযোগিতা করার জন্য তার সমালোচনা করেছেন।

সোমবার, নিউইয়র্ক শহরের চারজন ডেপুটি মেয়র পদত্যাগ করবেন বলে ইঙ্গিত দিয়েছেন। ফলে স্থানীয় রাজনীতিকে আরো বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে।

সিটি কাউন্সিলের স্পিকার অ্যাড্রিয়েন অ্যাডামস (মেয়রের সাথে কোন সম্পর্ক নেই) এক বিবৃতিতে বলেছেন, ডেপুটি মেয়রদের পদত্যাগের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেছে মেয়র অ্যাডামস এখন তার নিজস্ব কর্মীদের ও

সরকারে তার সহকর্মীদের এবং নিউ ইয়র্কবাসীদের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছেন।

‘তাকে এখন নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্কবাসীদের অগ্রাধিকার দিতে হবে, সরে দাঁড়াতে হবে এবং পদত্যাগ করতে হবে।’

কর্মকর্তাদের জারি করা একটি চিঠির উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পদত্যাগকারী চার ডেপুটি মেয়র সাম্প্রতিক সপ্তাহের "অসাধারণ ঘটনাবলী" তাদের পদত্যাগের কারণ হিসাবে উল্লেখ করেছেন।

তারা বলেছেন, গত কয়েক সপ্তাহের অসাধারণ ঘটনার কারণে এবং নিউ ইয়র্কবাসী এবং আমাদের পরিবারের কাছে আমরা যে শপথ নিয়েছিলাম তার প্রতি বিশ্বস্ত থাকার জন্য, আমরা আমাদের ভূমিকা থেকে পদত্যাগ করার কঠিন সিদ্ধান্তে পৌঁছেছি।

এর আগে, অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ আনা নিউ ইয়র্কের দক্ষিণাঞ্চলীয় জেলার বেশ কয়েকজন প্রসিকিউটর, বিচার বিভাগের মামলাটি বাতিলের আদেশের প্রতিবাদে পদত্যাগ করেছিলেন।

সাম্প্রতিক সময়ে মার্কিন সহকারী প্রসিকিউটর হ্যাগান স্কটেন, শুক্রবার বলেছিলেন কেবল একজন ’বোকা’ বা ’কাপুরুষ’ই তা মেনে চলবে।

স্কটেনের বস, ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি ড্যানিয়েল সাসুন, বৃহস্পতিবার দেশটির অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন