মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিদেশ

গেরিলাদের বিরুদ্ধে 'পূর্ণ শক্তি' প্রয়োগ করা হবে: কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী

নিউজজি ডেস্ক ১৭ মার্চ , ২০২৫, ১২:৫৮:১১

51
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী রোববার এএফপিকে বলেছেন যে, সেনাবাহিনী ভেনেজুয়েলা সীমান্তের কাছে বামপন্থী বিদ্রোহীদের ‘পূর্ণ শক্তি’ দিয়ে মোকাবেলা করবে। যত তাড়াতাড়ি সম্ভব আঞ্চলিক নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করার ও  অঙ্গীকার করেন তিনি।

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

নবনিযুক্ত মন্ত্রী পেদ্রো সানচেজ এক সাক্ষাৎকারে বলেছেন, ইএলএন গেরিলা গোষ্ঠীর হুমকি থেকে ’কলম্বিয়ানদের রক্ষা করার জন্য রাষ্ট্রের বৈধ পূর্ণ শক্তি ব্যবহার করে মোকাবেলা করা হবে।

ইএলএন গেরিলারা বর্তমানে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে। যেখানে লড়াইয়ের ফলে প্রায় ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এএফপির সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, ইএলএন কমান্ডাররা সরকারের পাল্টা আক্রমণ প্রতিহত করার অঙ্গীকার করেছেন এবং বলেছেন যে বছরের পর বছর ধরে ’সম্পূর্ণ শান্তি’ ’সম্পূর্ণ যুদ্ধে’ পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে।

সানচেজ ইএলএনকে ’মাদক-অপরাধী গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের ’পূর্ণ শক্তি’ দিয়ে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে। এমনকি আমাদের চোখের জল ফেলতে হবে। কিন্তু শেষ পর্যন্ত, আমরা তা অর্জন করতে যাচ্ছি। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন