মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিদেশ

আটকে পড়া মার্কিন নভোচারী মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন : নাসা

নিউজজি ডেস্ক ১৭ মার্চ , ২০২৫, ১৩:৫০:৫৯

62
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দু’জন মার্কিন নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল রোববার সকালে মহাকাশে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। মহাকাশে আটকে পড়া সুনি উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর এবং তাদের সাথে থাকবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট।

বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি তাদের প্রথম ক্রু যাত্রায় পরীক্ষা করছিল, যা চালনার সমস্যায় পড়ে এবং পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য অযোগ্য বলে বিবেচিত হয়।

যার পর থেকে আটকে পড়া এই জুটি জুন মাস থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন।

নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হ্যাচ ক্লোজার প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে যাত্রাটি সরাসরি সম্প্রচারিত হবে।

উইলমোর এবং উইলিয়ামসের জন্য এটি একটি অগ্নিপরীক্ষার সমাপ্তি চিহ্নিত করবে যা তাদের নয় মাস ধরে আটকে রেখেছিল।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনি এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে নভোযানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, তাতে সুনি প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনি, বুচ। -বাসস

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন