মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিদেশ

স্বাধীনতা দিবসে রাজা তৃতীয় চার্লসের শুভেচ্ছা বার্তা

নিউজজি ডেস্ক ২৬ মার্চ , ২০২৫, ১৭:৫২:৫০

50
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রেসিডেন্টকে উদ্দেশ করে রাজা তৃতীয় চার্লস বলেন, ‘আমার স্ত্রী ও আমি বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।

আমি দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় সম্পর্ক ও বিশেষ বন্ধুত্বের কথা গভীরভাবে স্মরণ করি এবং একে মূল্যায়ন করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কমনওয়েলথভুক্ত দেশ, যার অংশ হতে আমি গর্বিত। আমাদের বৈচিত্র্যের অসাধারণ শক্তি এবং অনুপ্রেরণাদায়ক তরুণ জনগোষ্ঠীর মাধ্যমে আমরা সময়ের দাবি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে সফল হবে। কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যকার অমূল্য সংযোগ আজ আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং জোরালো। আমাদের অবশ্যই এই বন্ধনকে লালন করতে হবে, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে।

জলবায়ু কর্মসূচিতে আমাদের অংশীদারিত্ব দৃঢ়, যা অভিযোজন ও স্থিতিশীলতা বাড়ানোর প্রচেষ্টা ত্বরান্বিত করার অভিন্ন আকাঙ্ক্ষার মাধ্যমে পরিচালিত। আমাদের দেশ ও জনগণকে একযোগে কাজ চালিয়ে যেতে হবে, যাতে সকলের জন্য একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা যায়।

আমার স্ত্রী ও আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে আগামীর দিনগুলোর জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানাই।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন