মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

বিদেশ

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর প্রধান নিহত

নিউজজি ডেস্ক ১৩ জুন , ২০২৫, ১২:৪৬:০৯

62
  • ইন্টারনেট

ঢাকা: ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন । পাশাপাশি নিহত হয়েছেন। দেশটির আরও কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী।

শুক্রবার (১৩ জুন) এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা ও বার্তা সংস্থা রয়টার্স।

তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় টিভিতে আইআরজিসি প্রধানের মৃত্যুসংবাদ প্রচার করা হয়। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘রাতভর ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন সালামি।’

তাসনিমের প্রতিবেদনে আরও জানানো হয় পৃথক হামলায় ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও পরমাণু বিজ্ঞানী মোহাম্মাদ-মেহদি তেহরানচি এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ও পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসিও নিহত হয়েছেন।

মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, খাতাম আল-আনবিয়ার সদরদপ্তরের কমান্ডার ও বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ্য কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদ শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

 তেহরান, আশেপাশের এলাকা ও অন্যান্য শহরেও হামলা চালিয়েছে ইরান।

 রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে হোসেন সালামির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। একইসঙ্গে বিপ্লবী রক্ষীবাহিনীর সদর দপ্তরে হামলার কথাও জানায় বার্তা সংস্থাটি।

 তেহরানের আবাসিক এলাকায় হামলা হয়েছে। ওই হামলায় অসংখ্য শিশু নিহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

ইরানের পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ সকালে বড় আকারে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দাবি, তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এই হামলা চালানো হয়েছে।

ইরানের গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা বেশ কয়েকটি অবস্থানে বিস্ফোরণের তথ্য দিয়েছেন, যার মধ্যে তেহরানের মূল ইউরেনিয়াম পরিশোধনকেন্দ্রও অন্তর্ভুক্ত। তবে ইসরায়েলি হামলায় কি অস্ত্র ব্যবহার হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

আগে রেকর্ড করে রাখা ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক ক্রান্তিলগ্নে এসে পৌঁছেছি। পরমাণু অস্ত্র তৈরিতে নিয়োজিত ইরানের বিজ্ঞানী, দেশটির ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নাতানজ ইউরেনিয়াম পরিশোধনাগার লক্ষ্য করে এই সামরিক অভিযান শুরু হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন