মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

বিদেশ

ইরানের শতাধিক স্থানে হামলায় অংশ নেয় ইসরায়েলের ২০০ যুদ্ধবিমান

নিউজজি ডেস্ক ১৩ জুন , ২০২৫, ১২:৪৯:৩৪

61
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের পারমাণবিক স্থাপনা, পরমাণু গবেষক ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েল নজিরবিহীন হামলা চালিয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোরে মোট ১০০টি লক্ষ্যবস্তুতে ২০০ যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র এফি ডিফ্রিন একটি লাইভ ব্রিফিংয়ে বলেন, ‘ইরানজুড়ে ১০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইতোমধ্যেই ধ্বংস করা হয়েছে বিভিন্ন ধরনের ৩৩০টিরও বেশি যুদ্ধাস্ত্র।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলের হামলা একটি সুনির্দিষ্ট এবং সমন্বিত অভিযানের অংশ। ফাইটার জেটগুলো এখনও ইরানের বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তু এবং পারমাণবিক কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত অব্যাহত রেখেছে।’

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একাধিক ভিডিও এবং ছবি পর্যালোচনা করে জানিয়েছে, তেহরান এবং ইরানের অন্যান্য স্থানের লক্ষ্যবস্তুতে আঘাতের দৃশ্য ফুটে উঠেছে।

রাজধানীতে স্থানীয় সময় শুক্রবার ভোরে তোলা একাধিক ভিডিওতে শহরের বিভিন্ন ভবন থেকে উড়তে দেখা গেছে আগুন এবং ধোঁয়ার কুণ্ডলী। একটি ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘ভোর ৩টা বেজে ৩৭ মিনিটে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে আঘাত হানে বিমান থেকে নিক্ষেপ করা বোমা।’

পূর্ব তেহরানের একটি অভিজাত এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনের উপরের তলায় বিস্ফোরণের পরের চিত্র দেখা গেছে। সিএনএনের ভূ-স্থানিক অবস্থানের অন্যান্য ভিডিওতে দেখা গেছে, উত্তর তেহরানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে  জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা।

এদিকে পাল্টা হামলার প্রতিশ্রুতির অংশ হিসেবে ইতোমধ্যেই ইসরায়েলে ড্রোন হামলা শুরু করেছে তেহরান। আইডিএফ মুখপাত্র এফি ডিফ্রিন বলেছেন,‘গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান।’

সূত্র: সিএনএন

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন