মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

বিদেশ

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২৫, ১৬:০৭:৩৪

83
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভতে অবস্থিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে। খবর আল জাজিরা

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, এই হামলায় কেউ হতাহত হয়নি।

এদিকে তৃতীয় দিনের মতো ইসরায়েল তাদের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এছাড়া অন্যান্য দেশে আটকে থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হলেও সমস্ত এয়ার ক্রু এবং বিমানগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত হলেও কার্যক্রম শুরু হবে। তবে এক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অন্যান্য দেশে ফ্লাইটের অপেক্ষায় থাকা বিমানগুলো ফেরাতে তখনই অনুমতি দেয়া হবে, যখন আমরা নিরাপদ হব। তবে মিশর ও জর্ডানের সঙ্গে সীমান্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন