মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ , ১২ মুহররম ১৪৪৭

বিদেশ

ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

নিউজজি ডেস্ক ১৫ জুন , ২০২৫, ১৬:৪৪:৩৬

82
  • ইন্টারনেট

ঢাকা: ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার বিমানবন্দরে ভারতে একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। এই যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের বিমান বাহিনীর এবং আকাশে উড়তে উড়তে জ্বালানি সংকটে পড়ার পর সেটি গভীর রাতে বিমানবন্দরে অবতরণ করে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ব্রিটিশ বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান ভারতের কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার গভীর রাতে জরুরি অবতরণ করেছে। ভারত মহাসাগরের ওপর একটি রুটিন মিশনের সময় এটি জ্বালানি সংকটে পড়ে এবং এরপরই জরুরি অবতরণ করে সেটি।

পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানটি বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন থাকা ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। সম্প্রতি এটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে।

সামরিক বিমান বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয়। এফ-৩৫বি সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের জন্য। এতে ক্যারিয়ারে অবতরণের জন্য ক্যাটাপল্ট সিস্টেমের প্রয়োজন হয় না।

তবে কেন যুদ্ধবিমানটি নিজ রণতরী প্রিন্স অব ওয়েলস-এ ফিরে যেতে পারেনি, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবাহী ওই রণতরীর আশপাশে খারাপ আবহাওয়া থাকার কারণে সেখানে নিরাপদে নামা সম্ভব হয়নি।

এফ-৩৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন পরিচালিত এবং এটি বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এটির স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও উন্নত তথ্য শেয়ারিং ক্ষমতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল এবং ন্যাটো জোটের আধুনিক বিমান কৌশলের অন্যতম মূল স্তম্ভ।

অবশ্য এই জরুরি অবতরণের বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা লকহিড মার্টিন আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে রোববার সকাল পর্যন্ত যুদ্ধবিমানটি কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরেই অবস্থান করছিল।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন