মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

বিদেশ

সুদানে আশ্রয়কেন্দ্রে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৩০

নিউজজি ডেস্ক ১১ অক্টোবর , ২০২৫, ১৭:৪৪:৫৫

116
  • ছবি: সংগৃহীত

ঢাকা: পশ্চিম সুদানের অবরুদ্ধ শহর এল-ফাশেরে একটি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রে চালানো ড্রোন হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) এই হামলা চালায় সুদানের আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। খবর দ্য গার্ডিয়ান।

এল-ফাশের প্রতিরোধ কমিটির বরাতে জানা গেছে, শহরের একটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত ‘দার আল-আরকাম’ আশ্রয়কেন্দ্রে ড্রোনটি সরাসরি আঘাত হানে। এখনও আশ্রয়কেন্দ্রের ধ্বংসস্তূপের নিচে অনেক মৃতদেহ আটকা পড়ে আছে।

স্থানীয় প্রতিরোধ কমিটি এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

 উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক  র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যকার এই ভয়াবহ সংঘাতে মানবিক বিপর্যয় এখন চরমে পৌঁছেছে। প্রায় ১৮ মাস ধরে চলা এই যুদ্ধে দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং প্রায় আড়াই কোটি মানুষ তীব্র খাদ্যসংকটে ভুগছে।

বিশেষ করে অবরুদ্ধ এল-ফাশের শহরের পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক। স্থানীয় বাসিন্দারা শহরটিকে ‘এক খোলা কবরস্থান’ হিসেবে বর্ণনা করেছেন। তাদের ভাষ্যমতে, এখানে ক্ষুধা এবং অবিরাম বোমার আঘাতে প্রতিদিনই সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে, যা মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে।

নিউজজি/এস আর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন