বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ , ৩ জুমাদাউস সানি ১৪৪৬

সাহিত্য

উজ্জ্বল দত্ত’র কবিতা, ‘চাই না ভালোবাসা’

উজ্জ্বল দত্ত ২৪ জানুয়ারি , ২০২৩, ১৩:১৭:০৩

716
  • উজ্জ্বল দত্ত

আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক

বুকে জমা পাথরচাপা কষ্ট

চাই না কেউ ভাগ করে নিক সমভাগে ,

গোলাপের লাল এখন আর আমাকে মুগ্ধ করে না

ফুট ফুটে চাঁদের আলো আধাঁরে আর আলো ছড়ায় না,

উদাসীন ফাল্গুন অপেক্ষায় থাকুক কারো জন্য

ভর দুপুরে বসে আমি তা চাই না ।

 

আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক

চাই না কেউ আমাকে তালপাতার পাখায় বাতাস করুক ,

এক পালঙ্কে শুয়ে ভালোবাসার গল্প বলে সারারাত পার করুক

চাই না আমার দু’চোখে কেউ তার স্বপ্ন আঁকুক ।

 

যা হারিয়েছি তা ভালোবেসেই হারিয়েছি

যা পেয়েছি তাও ভালোবেসে পেয়েছি ,

নতুন করে আমায় আর কী দেবে বল ?

আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক ।

 

জীবনের অনেকটা পথ পার করেছি তোমাকে ভালোবেসে

সমুদ্রের ঢেউ আছড়ে পরেছে তবুও ছিলাম পাশে ,

নকঁশী কাঁথায় স্বপ্ন গেঁথে

কথাতো তুমি দিয়েছিলে পাশে থাকবে বাকি জীবন ,

সুখে দুঃখে আমায় ভালবেসে ।

 

আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক

চাই না পৃথিবীটা নতুন করে স্বপ্ন দিয়ে সাজিয়ে তুলুক ,

ভরা পূর্ণিমায় নদীর জলে রুপালি ঠোঁট কেঁপে উঠুক

অথবা সুরেলা কণ্ঠে কেউ এসে বলোক তুমি কেমন আছো ।

 

নিউজজি/নাসি

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন