শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

সাহিত্য

আরিফ উদ্দিন রোকনের কবিতা, ‘গুলির শব্দে’

আরিফ উদ্দিন রোকন ১ নভেম্বর , ২০২৪, ১৪:৩৪:৪৬

190
  • আরিফ উদ্দিন রোকন

মুহুর্মুহু গুলির শব্দে ঘুম ভেঙ্গে গেল!

ব্যালকনিতে এসে রাস্তার দিকে তাকালাম;

কেউ নেই।

কয়েকটা কুকুর ঘুরছে!

ঘোৎ ঘোৎ শব্দ করছে

এছাড়া কোন শব্দ নেই!

কোন মানুষ নেই, চারিদিকে শুধু নিরবতা!

 

বসার ঘরের দিকে তাকালাম

সোফায় অন্ধকারে বসে আছে

একটা কালো বেড়াল!

আমার দিকে কেমন যেন ব্যঙ্গাত্বক ভঙ্গিতে তাকালো

বেড়ালের চোখের দিকে তাকালাম;

অন্ধকারে চোখ দুটোকে লাগলো হায়েনার মতো!

 

গুলির শব্দ থেমে গেছে

অন্ধকার গোপন কুঠুরী থেকে বেরিয়ে আসলো কয়েকটা ইদুর।

 

আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইদুরের দস্যিপনা দেখছি!

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন