মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

সাহিত্য

কবি রেজাউদ্দিন স্টালিনের ৬২তম জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ২২ নভেম্বর , ২০২৪, ১৩:১৪:০৫

55
  • সংগৃহীত

ঢাকা: আজ ২২ নভেম্বর কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিনের ৬২তম জন্মদিন। তিনি ১৯৬২ সালের এই দিনে যশোরের নলডাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য চর্চার স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি ও মাইকেল মধুসূদন পুরস্কার, দার্জিলিং নাট্যচক্র ও কলকাতার সব্যসাচী পুরস্কারসহ দেশ-বিদেশের বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।

তার লেখা ইংরেজী, হিন্দী, অসমিয়া, উর্দু, আরবী, উজবেক, বসনিয়ান, সুইডিস, গ্রীক,স্প্যানিশ, নাইজিরিয়ান, রোমানিয়ান, ফরাসী, জার্মান, ইতালিয়ান, চীনাসহ অনেক ভাষায় অনূদিত হয়েছে। তার জন্মদিনে ম্যাজিক লণ্ঠন ও পারফর্মিং আর্ট সেন্টারের উদ্যোগে আজ সন্ধ্যায় পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ডাঃ এম এ রশীদ।

প্রধান অতিথি হিসেবে প্রফেসর আবুল কাসেম ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর শামসুজ্জামান খান, কবি হাবিবুল্লাহ সিরাজী ও কবি কাজী রোজী প্রমুখ উপস্থিত থাকবেন। এছাড়া তার জন্মদিন উপলক্ষে দেশ-বিদেশে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন