বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ , ৭ শাবান ১৪৪৬

সাহিত্য

রেজা রিফাত আলমের কবিতা, ‘কার দুয়ারে বৃষ্টি খোঁজো’

রেজা রিফাত আলম ১৮ জানুয়ারি , ২০২৫, ১৭:০৩:১৮

480
  • রেজা রিফাত আলমের কবিতা, ‘কার দুয়ারে বৃষ্টি খোঁজো’

আড়ষ্ট গোলাপ, তুমি এখন কোথায় থাকো?

 

কীভাবে আমাকে মনে রাখো?

 

 

যে শরীরে তুমি মোমের মত গলতে চেয়েছ

 

উত্তপ্ত সন্দিগ্ধ প্রলোভনে একদিন,

 

আজ কার দুয়ারে গিয়ে বৃষ্টি খোঁজো?

 

 

কাকে তুমি বল এখন?

 

গন্ধরাজ লুটিয়ে পড়ছে পূজার অভাবে

 

আমাকে গ্রহণ করো আলিজ্ঞনে!

 

 

স্বেদবিন্দু মুছে গেছে কবে গভীর মাঘের রাতে,

 

অথচ ঝরনাধারা আজো বিলাপ করে

 

মিছে জলের অভাবে! 

 

 

মাধবী ভেবে জড়িয়েছি মধুমঞ্জরি লতা,

 

তবু মিথ্যে কাতরতা আমার,

 

কীভাবে আমাকে মনে রাখো তোমার প্রণামে?

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন