সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

সাহিত্য

বইমেলায় প্রকাশিত হল স্যামুয়েল হকের কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের কাব্য’

নিউজজি প্রতিবেদক ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ০৮:৪৬:১৯

231
  • ছবি: নিউজজি

ঢাকা: অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, লেখক ও গবেষক স্যামুয়েল হকের কাব্যগ্রন্থ ‘বিচ্ছেদের কাব্য’। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে বই মেলার বাতিঘরের (১৮ নাম্বার) প্যাভিলিয়নে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটি প্রকাশ করছে জি সিরিজ।

বইটির পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছে দেশের অন্যতম খ্যাতিমান প্রকাশনা ও গ্রন্থ বিপণন প্রতিষ্ঠান বাতিঘর। বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ৩০০ টাকা।

বইটির প্রচ্ছদ ও অভ্যন্তরীণ শিল্পকর্মে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন খাদমুল জাহান, যার গ্রাফিক্স অঙ্কনশৈলী বইয়ের ভাবনাকে দৃশ্যমান করে তুলেছে। বইয়ের ভেতরের অলঙ্করণও পাঠকের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করবে।

‘বিচ্ছেদের কাব্য’ গ্রন্থটিতে রয়েছে মোট ৪৩টি কবিতা, যেখানে ফুটে উঠেছে আনন্দ ও বেদনার স্মৃতি রোমন্থন, জীবনের নানা টানাপোড়েন, সময়ের আয়নায় জীবন দর্শন এবং কবির অভিজ্ঞতা ও উপলব্ধির প্রতিফলন যা শব্দের সুরের সাথে অনুভূতির স্বতঃস্ফূর্ত মিলন ঘটিয়াছে। প্রতিটি কবিতার শব্দচয়ন, উপমা ও রূপকের ব্যবহারে কবির স্বকীয় কাব্যভাষা স্পষ্ট হয়ে উঠেছে। বিচ্ছেদের বিষাদ, প্রেমের আকুতি এবং জীবনের কঠিন বাস্তবতা—সবকিছুই এ গ্রন্থের পাতায় জীবন্ত হয়ে উঠেছে।

“বিচ্ছেদের কাব্য” কবিতার বই ছাড়াও ইতিপূর্বে স্যামুয়েল হকের ‘কবিতায় স্যামুয়েল’ ও ‘কবিতার কাছে সবারই আসতে হয়’ নামে দু'টি কাব্যগ্রন্থ এবং দর্শন ভাবনা ভিত্তিক  ‘প্রণয়’ ও ‘স্যামুয়েলের ডায়েরি’ নামের দুটি প্রবন্ধ গ্রন্থও প্রকাশিত হয়েছে । যা’ পাঠকমহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি গীতিকবি হিসেবেও তিনি রয়েছেন সমুজ্জ্বল। তার লেখনীতে গভীর দর্শন, মানবিকতা ও অনুভূতির সংমিশ্রণ দেখা যায়।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন