শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ , ১৬ মুহররম ১৪৪৭

সাহিত্য

শৈবাল নূর’র কবিতা, ‘ঘুম ভেঙে গেলো’

শৈবাল নূর ২০ মার্চ , ২০২৫, ১৩:৫২:০১

298
  • শৈবাল নূর’র কবিতা, ‘ঘুম ভেঙে গেলো’

আতশবাজির মতো জোছনা গুঁড়ো গুঁড়ো ঝরছে...

আলোর ছায়ায় ফুলগুচ্ছের মতো

সমবেত শিশুদের মাঝে কবি মাহমুদ দারবিশ।

দু'চোখে তার অধীর স্বপ্নজাল—

অদূরেই আমি, বোধের মতো ধী চোখে চেয়ে...

দারবিশ বাচ্চাদের শোনাচ্ছেন ইউসুফের গল্প—

বলছেন’ ইউসুফের ভাইয়েরা তাকে

পাথর ছুঁড়ে মারতো। অপমানের বন্যায় ভাসিয়ে দিতো

বিতাড়িত করেছিল, তার পিতার জমিন থেকে

বিষে ভরিয়ে দিয়েছিল তাঁর আঙুরবাগান—

বয়ে চলা বাতাস ইউসুফের চুল নিয়ে যখন খেলতো

তার ভাইয়েরা হিংসা ছুঁড়ে মারতো!

যখন প্রজাপতি ঘুমাতো ইউসুফের কাঁধে

আর মাথা নত করতো গমখেত

আর পাখিরা তার মাথায় এসে বসতো!

তার ভাইয়েরা তখন তাকে অন্ধ কুয়ায় ফেলে দিলো

আর রটিয়ে দিলো মিথ্যা নেকড়ের কাহিনি!

ইউসুফ তাঁর পিতাকে শুধু জিজ্ঞেস করতে চেয়েছিল

‘আমি তাদের (ভাইদের) কি ক্ষতি করেছি?

চকচকে চোখে সমবেত শিশুরা যখন গল্পে বিভোর

অকস্মাৎ এগারোটি গ্রহ ও চন্দ্র-সূর্য

বিস্ফরিত হলো দারবিশের অধীর নেত্রে

তার ছায়া কী জেগে উঠলো এ দুনিয়ার আকাশে!

 

আমাকে অতল কুয়ো ভেবে

সকল শিশুকে বুকে আগলে দারবিশ ঝাঁপ দিলেন!

 

দারবিশের চোখ নিয়ে আমার ঘুম ভেঙে গেলো—

 

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন