শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

কাফন আর কফিনের বাগানে

শহীদুল্লাহ ফরায়জী মে ৩১, ২০২১, ২০:২০:০৮

859
  • কাফন আর কফিনের বাগানে

আমি যাবো তুমিও যাবে
রইবে না কেউ এখানে
কাফন আর কফিনের বাগানে
প্রেমের ফাঁদে
গোপনে গোপনে
শুধু মরণের ফুল ফোটে সেখানে
কাফন আর কফিনের বাগানে
 
এই দুনিয়ায়
কি আছে এই দেহটার 
নির্বোধ পাখির মিছে আবদার
দেহ আর পাখি
জানেনা কে কার উত্তরাধিকার
 
কী ভয়ঙ্কর বিচার
কারো নেই অধিকার
জীবনের সিংহাসনে বসে থাকার
কেবলই রক্তের আর্তচিৎকার
অথচ ভালোবাসা ছিল কি চমৎকার
 
জানি জানি সকলেই জানি
মৃত্যুতেই ভরে দেয় জীবনের ফুলদানি
 
কোন সে মহাজন
আমারে করিবে সম্ভাষণ
ছুড়ে মারবে আগুনের লেলিহানে
বিচার চাওয়ার যোগ্যতাও নেই আমার
জীবন-মৃত্যুর মাঝখানে
 
শুধু পেয়েছি এক খন্ড জীবন
তবুও অহরহ কে করে লুণ্ঠন
কেবল মৃত্যু চারিপাশ
কেবলই সর্বনাশ 
 
প্রেমের আকর্ষণে
সর্বস্ব করে পণ
শেষে মৃত্যুতেই লুটিয়ে পড়ি
 
জীবন-মৃত্যু কে কারে করিবে ক্ষমা
শূন্যতা সবখানে
কাফন আর কফিনের বাগানে।
 
 
faraizees@gmail.com
উত্তরা, ঢাকা।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন