শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

মুগ্ধতা

শহীদুল্লাহ ফরায়জী ডিসেম্বর ২৫, ২০২১, ২১:১৫:১১

492
  • শহীদুল্লাহ ফরায়জী

মুগ্ধতা,

তোমাকে ভুলে গেলে

আমার পায়ের নিচ থেকে

মাটি সরে যাবে,

আকাশ দ্রুত তারাশূন্য

হয়ে পড়বে,

প্রকৃতি অভিশাপ দিয়ে

জগৎ থেকে আমাকে

বিচ্ছিন্ন করে ফেলবে

তোমাকে ভুলে গেলে।

 

তোমাকে পর করে দিলে

আমার হৃদয় আমাকেই

ক্রুশবিদ্ধ করে ফেলবে,

শ্বাস-প্রশ্বাস প্রতিমুহূর্তে

বেত্রাঘাত করবে,

দুচোখের ঝরে পড়া অশ্রু

আমাকেই ডুবিয়ে মারবে

তোমাকে পর করে দিলে।

 

তোমাকে ভুলে গেলে

রাষ্ট্র আমার নাগরিকত্ব

ছিনিয়ে নেবে,

আমার খ্যাতি জনপ্রিয়তা

নির্বাসনে পাঠাবে,

পৃথিবী আমাকে উদ্বাস্তু বা

`‌‌‌‌বহিরাগত' ঘোষণা করবে।

 

তোমাকে অস্বীকার করলে

প্রাণশক্তির সরবরাহ

চিরতরে বন্ধ হয়ে যাবে,

আমার হৃদয় আমাকেই

পরিত্যাগ করবে,

বুকের ভিতরে রাখা

অনুভূতির অজস্র সম্পদ

সব বেহাত হয়ে যাবে।

 

তোমাকে ভুলে গেলে

আমার জীবনজমিন

দারুণভাবে রক্তাক্ত হবে,

মৃত্যু আমার জন্য

অপেক্ষা করবে,

পরিশেষে স্বর্গও আমাকে

বর্জন করবে

তোমাকে ভুলে গেলে।

 

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন