শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

রাতের আলো

রেজওয়ান আহমেদ সিদ্দিক জানুয়ারি ২৫, ২০২২, ১৭:১৫:৪৬

968
  • ছবি: ইন্টারনেট

রাতের আলোয় অনেক পোকা

খেলা করে একসাথে,

সেখান থেকে একটা ফড়িং

এসে বসে আমার হাতে।

তাকিয়ে থাকি এক নাগারে

হাতের কোনায় প্রশ্ন চোখে,

সেও যেন শান্ত হয়ে

তাকিয়ে থাকে আমার দিকে।

আমি বলি,"কি মজা পাও

আলোর সাথে খেলা করে?"

সে নিরবেই ঘুরে আবার

উড়ে যাওয়ার ভাবনা করে।

হারিয়ে যাওয়ার আগে যেন

একটু খানি চায়

স্থির হয়েই সে আমায়

কি যেন বলতে চায়

তাকিয়ে থেকে আমি ভাবি

তারাই তো সুখে আছে!

পাল্লা যেন ভারি করতেই

 ছুটে যায় আলোর কাছে।

মানুষ ছোটে টাকার পিছে

এতোই মোদের আনন্দ

টাকা নিয়ে খেলতে গিয়ে

পিছিয়ে পরে বন্ধুত্ব

ভাবতে ভাবতে হারিয়ে যাই

আলো মাখা রাজ্যে

পোকার কথা এখন যেন

স্পষ্ট শোনা যাচ্ছে!

সে বলে,"যাবে তুমি

আলোর তৈরি ঠেলাগাড়ি

মোদের সাথে ঠেলতে?"

"ভাবনা নয়,জলদি চলো,

সময় নেই আমার হাতে!

অনেকক্ষণ তো হয়ে গেল

এবার চলো আমার সাথে।"

আমি বলি,"যাও তুমি যাও

আমি শুধু দেখতে চাই

তোমাদের এই আলোর খেলা

দেখেই আমি মজা পাই।"

যেন একটু হেসেই লাফ দিয়ে সে মিলিয়ে গেল আলোর খেলায়

আমিও হেসেই তাকিয়ে থাকি

পোকা মাখা আলোর গোলায়।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন