বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

সত্যের জবানবন্দি

শহীদুল্লাহ ফরায়জী এপ্রিল ২২, ২০২২, ১৬:৫১:৩৭

554
  • ছবি: ইন্টারনেট

মিথ্যের জিভ সাপের মতো

লকলক করছে

সত্য খুঁজে পাওয়া যাচ্ছে না

তন্ন তন্ন করেও।

একজন 'সত্য'কে দেখলাম

উত্তাল ভূমধ্যসাগরে ছোট্ট নৌকায়

গুটিসুটি হয়ে বসে আছে,

বললাম, আপনি কেন

নির্বাসনে যাচ্ছেন

এটা রাষ্ট্রের জন্য লজ্জার,

যখন গণমাধ্যম,কবি, বুদ্ধিজীবী

সত্যকে খুবলে খায়,

রাষ্ট্র যেখানে প্রাণ হরণকারী

তখন মুক্তির পথ খুঁজতে হয়।

আমি কী বলবো

ভেবে পাচ্ছিনা,

সত্য রাগত স্বরে বললেন,

তুমিতো একটা অকাট মূর্খ!

অন্ধকার ও ভয়ঙ্করতার পাঁকে

অনবরত পিষ্ট হচ্ছো,

কিন্তু প্রতিরোধ করছো না,

তুমি অতিলোভী এবং ভীরু

অচিরেই যন্ত্রণার

অগ্নিকুন্ডে নিক্ষিপ্ত হবে

অভিশপ্ত হবে।

আমি লজ্জায় অপমানে

আত্মসংবরণ করে

অগ্নিদহনে নিজের সাথে

প্রতিজ্ঞা করলাম,

আমি দৃশ্যপটে হাজির থেকে

ভয় আতঙ্ক অভিশপ্ত অন্যায়

ঝড়ের তান্ডবে প্রতিহত করবো।

নত শির উঁচু করে

সত্যকে বললাম,

ভূমধ্যসাগরের চেয়ে

ক্রসফায়ারে মৃত্যু ভালো,

শুরু যেখানেই

শেষ সেখানেই

মৃত্যু ছাড়া গতি নেই।

সক্রেটিস বলেছিলেন,

হেমলকের পেয়ালা হাতেও

আমি সক্রেটিস

হেমলক পানে মৃত্যুর পরও

আমি সক্রেটিসই থাকবো।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন