শনিবার, ৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০ , ২০ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

অপেক্ষা...

ইসমত শিল্পী ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ১৬:৩১:০৫

943
  • অপেক্ষা...

আমাদের দেখা হয় না ফাল্গুনে

আশ্বিন আসার এখনো ঢের বাকি

শীতকালের বিকালে সন্ধ্যে নেমে আসে

একটা সন্ধ্যে আমাদের জন্যে হতে পারতো; হলো না।

আমাদের হেমন্তগুলো কুয়াশায় খেয়ে ফেলে 

রোদের আতসবাজি দেখে অপেক্ষায় থাকি-

রোদ এলে দেখা হবে, হয় না। 

আবারও শীতের জন্যে অপেক্ষা। ফিরতি শীতে

একটা নিঝুম দুপুর নিশ্চয় আমাদের হবে।

রোদ পালাবে লজ্জায়, কুয়াশা লুকোবে ভয়ে

তুমি বরং সকাল হলেই ভালো। দিনভর

ব্যস্ততার দৌড়ে ঘড়ির কাঁটা ভুলে যাবে

সময়ের সাথে ঘুরতে।

না হয় হঠাৎ করে এক বসন্তের ভুল অপেক্ষা

বলি হলো; হোক। আবারও অপেক্ষার খাতায়

লিখছি পদ্য। পাহাড় পর্বত ঘিরে যেদিন

আলোগুলো আমার হবে সেদিন না হয়

দেখা হবে অন্য ঋতুর নামে...

হবে তো?

-হবে।

.

.

.

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন