শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

উজ্জ্বল দত্তের দুইটি কবিতা

 জুন ২৯, ২০১৯, ১৭:১৫:০১

3K
  • উজ্জ্বল দত্তের দুইটি কবিতা

যন্ত্রণাময় একটা বিষয়

অনেক দিন যাবত লক্ষ করছি

চিন্তারা হাঁটতে পারছে না উন্মুক্ত রাস্তায়,

উদাসীন স্বপ্নরা কেন জানি 

রাত জেগে থাকে যাযাবরের মত

ভোমরা ফড়িংগুলো উপহাস করে নাগর দোলায় চড়ে

বেঁচে থাকার কষ্টরা কেবলই প্রশ্ন করে-

কেন বেঁচে আছি ?

হাস্যোজ্জ্বল তারারাও হাসছে দেখ-

বুদ্ধিহীন কাণ্ডরা সঙ্গী হয়েছে বলে।

আজ আর আমাকেও বিশ্বাস করছে না

ভালোবাসতে পারছে না আমার ভালোবাসাকে।

উড়ে যাওয়া পাখিগুলোর স্বাধীনতার পরশ

আমাকে বরং মুগ্ধ করে বেঁচে থাকার জন্য,

কিন্তু সেই স্বাধীনতা কোথায়

এখন আমার বেঁচে থাকা সবচেয়ে কষ্টের

যন্ত্রণাময় একটা বিষয়। 

সময়ের জন্য

আমার দু’চোখের দৃষ্টি দিয়ে

যা দেখছি পৃথিবীর বুকে,

তা সবটুকুই ভালোলাগে

ছিন্ন এই শূন্য মনে।

মাকড়সার এত জাল বুনে

কখনো, স্বপ্নের পুঁথি গেঁথে

আবার কখনো,

আশায় আশায় পথের পানে তাকিয়ে

আমি গুনতাম, হয়তো দেখতাম চেয়ে,

আকাশ দেশে নক্ষত্র ও তারাদের বাড়ি!

হয়তো পেতাম খুঁজে

কিছু সময়ের জন্য,

সমস্ত পৃথিবীর সুন্দর মন

নির্বোধ মনের কারুকাজে।

.

.

.

.

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন