শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

সাহিত্য
  >
গল্প

প্রকাশিত হলো সাগরের ‘১২ খণ্ডে কিশোর সমগ্র’

নিউজজি প্রতিবেদক মার্চ ২৫, ২০১৭, ১৪:০০:৪০

3K
  • প্রকাশিত হলো সাগরের ‘১২ খণ্ডে কিশোর সমগ্র’

ছোটবেলা থেকেই এদেশের টেলিভিশন, বেতার ও পত্র-পত্রিকাসহ মিডিয়ায় সুনামের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি। এ দেশের মিডিয়ায় তার উজ্জ্বল উপস্থিতি পৌঁছে দিয়েছে খ্যাতির শীর্ষে। বলছি নন্দিত শিশুসাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের কথা। সবসময় একটু ব্যতিক্রমী সৃজনে নিজেকে তুলে ধরতে পছন্দ করেন গুণী এই কথাশিল্পী।

এরার একসাথে প্রকাশিত হয়েছে তার ‘১২ খণ্ডে কিশোর সমগ্র’গ্রন্থ। ২৪ মার্চ শিশু একাডেমিতে অনুষ্ঠিত হলো গ্রন্থটির প্রকাশনা আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। কবি আসাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সময় প্রকাশনীর কর্ণধার ও ‘১২ খণ্ডে কিশোর সমগ্র’গ্রন্থের প্রকাশক ফরিদ আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে মঞ্চে  ছিলেন বইগুলোর লেখক শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন আলী ইমাম, শাহরিয়ার কবির, ইমদাদুল হক মিলন, আফজাল হোসেন, শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন প্রমুখ।

দ্বিতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন কোনাল এবং  সৈয়দ শামসুল হকের আমার পরিচয়’কবিতা থেকে আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর। প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফারজানা ব্রাউনিয়া, রেজানুর রহমান, আমীরুল ইসলাম প্রমুখ।

 

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন