শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ , ২০ শাওয়াল ১৪৪৬

সাহিত্য
  >
গল্প

‘কালি ও কলম’ ছোটগল্প সংখ্যার জন্য লেখা আহ্বান

নিউজজি প্রতিবেদক মে ১৭, ২০১৮, ১৪:৪৮:২৫

9K
  • ‘কালি ও কলম’ ছোটগল্প সংখ্যার জন্য লেখা আহ্বান

আগামী জুন-এর প্রথম সপ্তাহে প্রকাশ পেতে যাচ্ছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম-এর ছোটগল্প সংখ্যা। এতে প্রায় ছত্রিশটি ছোটগল্প স্থান পাবে। বাংলাদেশের প্রথিতযশা লেখকদের ছোটগল্প নিয়ে প্রতিবছরের মতো এবার সাজানো হবে বর্ণাঢ্য কলেবরের এ সংখ্যাটি।

এই আয়োজনের পাশাপাশি নবীন ও সম্ভাবনাময় লেখকদের আত্মপ্রকাশের সুযোগ করে দিতে একই সময়ে কালি ও কলম ওয়েবসাইটে ছোটগল্প নিয়ে প্রকাশ করা হবে একটি বিশেষ অনলাইন সংস্করণ। যেখানে গল্পকারদের কাছ থেকে সংগৃহীত ছোটগল্পসমূহ থেকে বাছাইকৃত ১০টি ছোটগল্প প্রকাশ করা হবে। নির্বাচিত এই ১০ জন লেখককে কালি ও কলমের তরফ থেকে প্রদান করা হবে বিশেষ সম্মাননা।

আয়োজনকে ঘিরে ২০০০-২৫০০ শব্দের ভেতর যেকোনো বিষয় ও প্রেক্ষাপটের উপর ছোটগল্প আহ্বান করেছে কালি ও কলম পরিবার। আগ্রহীদেরকে আগামী ২৫ মে এর মধ্যে notunkalam@kaliokalam.com এই ঠিকানায় ছোটগল্প পাঠাতে হবে। তবে ই-মেইল পাঠানোর সময় অবশ্যই মেইল-এর সাবজেক্ট এর স্থানে ‘ছোটগল্প সংখ্যা-অনলাইন সংস্করণ’ কথাটি লিখতে হবে।

বাংলাদেশের সাহিত্যের বিকাশ ও সৃজন উদ্যোগকে দীপিত করার লক্ষ্যে বিশেষ এই প্রয়াস বলে জানিয়েছে কালি ও কলম পরিবার।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন