শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ , ২৫ শাওয়াল ১৪৪৫

দেশ

নোয়াখালীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস' পালিত

নোয়াখালী প্রতিনিধি ২৪ এপ্রিল, ২০২৪, ১৯:৫৭:৫০

7
  • নোয়াখালীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস' পালিত

নোয়াখালী: সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন' এই আন্তর্জাতিক প্রতিপাদ্য বিষয়কে অনুসরণ করে নোয়াখালীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস' পালিত হয়েছে। বুধবার ২৪ এপ্রিল  পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় দিবসটি  উদযাপন করা হয়।

সকাল ১১ টায় জেলা প্রশাসন, নোয়াখালীর সহযোগিতায় এক র‌্যালি জেলা প্রশাসকের  কার্যালয় থেকে শুরু হয়ে জেলা শহর প্রদক্ষিন শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক  মিহির লাল সরদার এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন)  মোহাম্মদ ইব্রাহিম,   মেডিকেল অফিসার ডা জান্নাতুল নাঈম। আলোচনা সভায় শব্দদূষণের স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডাঃ মোঃ নজরুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, নোয়াখালী। শব্দ সচেতনতা বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানজির তারেক। 

নোয়াখালীতে একমাত্র পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করা এনজিও "শরন পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন" র‌্যালীতে অংশগ্রহণ করেন।

এছাড়াও আলোচনা সভায় এনজিও কর্মী, ট্রাফিক পুলিশের প্রতিনিধি, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগণ, গাড়ী চালক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন