রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

দেশ

এমভি আবদুল্লাহর নাবিকরা দেশে ফিরছেন ১০ মে

নিউজজি ডেস্ক ২৮ এপ্রিল, ২০২৪, ০৮:৫৭:১০

77
  • এমভি আবদুল্লাহর নাবিকরা দেশে ফিরছেন ১০ মে

ঢাকা: শারজাহর আল হামরিয়া বন্দরে কয়লা খালাসের কাজ শেষ করে জলদস্যুর হাত থেকে উদ্ধার হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ এখন সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার নামে আরেকটি বন্দরের উদ্দেশে রওনা হয়েছে। এই বন্দর থেকে পণ্য নিয়ে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে এবং ১০ মে নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ।  

শনিবার (২৭ এপ্রিল) কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, আশা করি মে মাসের দ্বিতীয় সপ্তাহে জাহাজটি বাংলাদেশে এসে পৌঁছাবে। এই মুহূর্তে জাহাজটি মিনা সাকার পথে রয়েছে।

গত ২২ এপ্রিল জাহাজটি শারজাহর আল হামরিয়া বন্দরে পৌঁছায়। গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে জাহাজটি সোমালি জলদস্যুদের হাতে অপহৃত হয়। ১৪ এপ্রিল মুক্তিপণ পাওয়ার পর তারা জাহাজটিকে ছেড়ে দেয়। এরপর জাহাজটির নাবিকেরা আরব আমিরাতের উদ্দেশে যাত্রা শুরু করেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন