বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৮ জিলকদ ১৪৪৫

দেশ

বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

সদর (বগুড়া) প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২৪, ১১:৫৩:০৯

74
  • ছবি : নিউজজি

বগুড়া: সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে ২ জন নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল খোলারঘর এলাকায় এই ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান এই সব তথ্য নিশ্চিত করে জানান, গোকুলের খোলারঘর এলাকায় রাত সাড়ে ১১টায় কাজী লাইন নামক গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস অটোভ্যানকে ধাক্কা দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে উল্টে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই বাসের ২ যাত্রী মারা যায়। এই বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।

বাসে থাকা একজন যাত্রী বলেন, গাইবান্ধা থেকে হেলপার ছাড়াই বাস ছাড়া হয়। বাসে সুপারভাইজার আর চালক ছিলো শুধু। বাস চালক বেপরোয়া ভাবে বাস চালাচ্ছিল।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন