শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৯ জিলকদ ১৪৪৫

দেশ

চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২ মে, ২০২৪, ১৮:২৮:৪২

124
  • চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা

কুড়িগ্রাম: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে চেয়ারম‍্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( ০২ মে) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম‍্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম‍্যান নূরন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও তিলাই ইউপির সাবেক চেয়ারম্যান একেএম ফরিদুল হক শাহিন শিকদার, মোহাম্মদ আলী মণ্ডল, প্রভাষক রফিকুল ইসলাম, ও প্ল্লী চিকিৎসক মতিয়ার রহমান।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রভাষক মাহমুদুল হাসান, একেএম গোলাম কাদের সিদ্দিকী রনি, এস এম ফারুকুজ্জামান ও শাহজাহান আলী সোহাগ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহানারা বেগম মীরা, সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও জেলা পরিষদ সদস‍্য জহির উদ্দিন ব‍্যাপারীর সহধর্মিনী মনোয়ারা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে  উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাঈফ আহম্মেদ নাসিম বলেন তপশীল অনুযায়ী ০২ মে (বৃহস্পতিবার) বিকাল ৪ ঘটিকা ছিল মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময়। আগামী ০৫ মে যাছাই বাছাই, ১২ মে প্রত‍্যাহার ও ১৩ মে প্রতীক বরাদ্দের দিন ধার্য আছে। আগামী ২৯ মে এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার সংখ‍্যা ১ লক্ষ ৯৮ হাজার ৭৩৪ জন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন