শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৯ জিলকদ ১৪৪৫

দেশ

ঢাকায় ময়লার গাড়ি চাপায় তিন বছরে নিহত ১৩

নিউজজি ডেস্ক ২ মে, ২০২৪, ১৯:২৮:২০

67
  • ঢাকায় ময়লার গাড়ি চাপায় তিন বছরে নিহত ১৩

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় গত তিন বছরে প্রাণ গেছে ১৩ জনের। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। এসব গাড়ির চালকদের অনেকেরই নেই ভারী যানবাহন চালানোর লাইসেন্স। ঢাকা উত্তর সিটির মেয়র জানালেন, দুর্ঘটনারোধে ময়লাবাহী গাড়িতে ড্যাশ ক্যামেরা লাগানোর চেষ্টা চলছে। আর, ঢাকা দক্ষিণের মেয়র বললেন, মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। তবে শুধু চালক নয়, পরিবহন ব্যবস্থাপনার জড়িতদেরও শাস্তির আওতায় আনার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। 

গত ২৫শে এপ্রিল রাতে রাজধানীর মুগদা এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী  গাড়ির ধাক্কায় এক স্কুলছাত্র মারা যায়। নিহত মাহিন আহমেদ মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। জানা গেছে, চাপা দেয়া ময়লাবাহী গাড়িটি চালকের পরিবর্তে অন্য কেউ চালাচ্ছিলেন। 

এমন মৃত্যুর ঘটনা আরও আছে। সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় ২০২১ সালের ২৪শে নভেম্বর গুলিস্তানে প্রাণ হারান নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। প্রতিবাদে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নেমে এসেছিলো। আন্দোলনের প্রেক্ষিতে দিনের বেলায় ময়লাবাহী গাড়ি চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। যদিও এই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হয়নি। 

গত তিন বছরে ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় প্রাণ গেছে ১৩ জনের। বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হয়নি ব্যবস্থা। যদিও মাহিনের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তি দেয়ার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস ।

অভিযোগ রয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ি চালাচ্ছেন নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক, মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মীরা। তারা নিজেদের কাজ বাদ দিয়ে পরিবহন বিভাগের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করে যানবাহন চালাচ্ছেন। যাদের নেই ভারী যানবাহন চালানোর লাইসেন্স। 

অধিকাংশ চালকের ভারি যানবাহন চালানোর লাইসেন্স না থাকার কথা স্বীকারও করলেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, গাড়িতে নজরদারি বাড়ানোর জন্য ড্যাশ ক্যামেরা বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। তবে চালকরা তা নষ্ট করে ফেলছে। এব্যাপারে কঠোর হওয়ার কথা জানালেন মেয়র আতিকুল ইসলাম । 

পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মো. হাদিউজ্জামান বলছেন, ময়লাবাহী গাড়ির কারণে মৃত্যুর ঘটনায় সিটি করপোরেশন শাস্তিমূলক ব্যবস্থা নিলে দুর্ঘটনা বন্ধ হতো। শুধু চালক নয়, সিটি করপোরেশনের পরিবহন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনার তাগিদ দিলেন তিনি। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন