রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

দেশ

ইসরায়েলের সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বয়কট করতে হবে: সাদ্দাম

নিউজজি প্রতিবেদক ৫ মে, ২০২৪, ১৯:২৭:৪১

81
  • ইসরায়েলের সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বয়কট করতে হবে: সাদ্দাম

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের বিরুদ্ধে যে গণহত্যা চলছে তা বন্ধ করতে হবে। যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইসরায়েল রাষ্ট্রের সহযোগী তাদের বয়কট করতে হবে।

রোববার (৫ মে) বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনের পক্ষে ছাত্রলীগের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাদ্দাম বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এ আন্দোলন সারা বিশ্বের আন্দোলন। আগামীকালের আন্দোলন শুধু ছাত্রলীগের নয়, এটি যুদ্ধবিরোধী আন্দোলন। বৈশ্বিক প্লাটফর্মে ফিলিস্তিন রাষ্ট্রপ্রতিষ্ঠার দ্বি-রাষ্ট্র চুক্তি বাস্তবায়ন করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

ছাত্রলীগ সভাপতি বলেন, যারা মত প্রকাশের কথা বলে, তারাই রাজনৈতিক মত প্রকাশের কারণে গ্রেপ্তার ও চাকরিচ্যুতির ঘটনা ঘটাচ্ছে। সারা বিশ্বে যে স্বাধীন ও মানবিক আন্দোলন শুরু হয়েছে তা মানবিক বিশ্ব প্রতিষ্ঠার যাত্রা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন