মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১৩ জিলকদ ১৪৪৫

দেশ

তামাকদ্রব্য বিক্রি নিষেধাজ্ঞা: বাউফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ১০ মে, ২০২৪, ১৭:৫৫:২৫

133
  • তামাকদ্রব্য বিক্রি নিষেধাজ্ঞা: বাউফলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

বাউফল: পৌরসভা চত্বর এলাকায় তামাক ও তামাক দ্রব্য বিক্রি ও বিজ্ঞাপন প্রদর্শন বন্ধের উদ্দেশ্য তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর নেতৃত্বে বৃহস্পতিবার মোবাইল কোর্ট মাধ্যমে এ অভিযান শুরু হয়। স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএস সহযোগিতায় পৌর এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা চত্বরে তামাক ও তামাকজাত নেশাজাতীয় কিছু বিক্রেতাদের আইনের আওতায় নিয়ে মোবাইল কোর্ট মাধ্যমে তাৎক্ষণিক বিচার করা।

গতকাল বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে থেকে শুরু করে উপজেলা বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট বসানো হয়েছে।

আরডিএস নির্বাহী পরিচালক ও এনজিও সমন্বয়কারী আবদুল খালেক প্রতিনিধিকে বলেন, আমরা তরুণ যুবদের নেশায় জাতীয় দ্রব্য থেকে দূরে রেখে একটি উন্নত মেধা মানব শক্তি বিকাশ করতে চাই। বাউফল পৌর এলাকা তামাক তামাজাত দ্রব্য মুক্ত করার লক্ষ্যে নিয়ে উপজেলা প্রশাসন সাথে নিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার করে আসছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন