রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

স্বপ্নের সবজি খামার পরিদর্শনে ইউএসএইডের প্রতিনিধি

নিউজজি ডেস্ক ১৭ জুন , ২০২২, ১৩:০৫:০৫

318
  • স্বপ্নের সবজি খামার পরিদর্শনে ইউএসএইডের প্রতিনিধি

ঢাকা : দক্ষিণ এশিয়ায় রিটেইল চেইন শপ স্বপ্ন প্রথম গ্লোবাল গ্যাপের মেম্বারশিপ অর্জন করেছে। এর ধারাবাহিকতায় ২০১৮ সাল থেকে যশোর জেলার হরিবতপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে গ্যাপ প্রটোকল মেনে তারা সবজি উৎপাদনের কাজ শুরু করে। একই সঙ্গে এসব সবজি বাজারজাতের জন্য শুদ্ধ নামের একটি প্রাইভেট লেভেল ব্যান্ড প্রতিষ্ঠা করে স্বপ্ন। চলতি বছরের এপ্রিলে শুদ্ধের ৫০ জন কৃষক ও তাদের উৎপাদিত সাতটি ফসল গ্লোবাল গ্যাপের সনদ লাভ করে।

সম্প্রতি শুদ্ধের গ্লোবাল গ্যাপ স্বীকৃত সবজি খামার পরিদর্শন ও কৃষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএসএইডের ডেপুটি মিশন ডিরেক্টর র‍্যান্ডি আলী। এ সময় স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান ও হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল উপস্থিত ছিলেন।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, কৃষক এবং ক্রেতার সংযোগ সেতুর নাম স্বপ্ন। নিরাপদ খাদ্যের সংজ্ঞার মধ্যে পড়ে স্বচ্ছতা। গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন একটি বিশ্বমানের অর্জন, যা উৎপাদনের স্বচ্ছতা প্রমাণ করে।

স্বপ্নের হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো. মাহাদী ফয়সাল জানান, শুদ্ধের এ সাতটি ফসলের জন্য সাতটি আলাদা গ্যাপ নাম্বার আছে, যা দিয়ে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এসব ফসলের উপাদান সম্পৃক্ত সব তথ্য জানা যাবে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন